
লম্বা, ঘন ও সুন্দর চুল সবারই প্রিয়। তবে চুলকে লম্বা ও স্বাস্থ্যকর রাখতে নিয়মিত যত্ন নেওয়া জরুরি। এই যত্নে অ্যালোভেরা হতে পারে সেরা বন্ধু। অ্যালোভেরায় রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও নানা ভিটামিন—যা চুলের গোড়া মজবুত করে এবং দ্রুত বৃদ্ধি ঘটায়।
জেনে নিন অ্যালোভেরা দিয়ে কিছু কার্যকরী হেয়ার প্যাক—
অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েল প্যাকঃ
অ্যালোভেরা জেল, ক্যাস্টর অয়েল এবং মেথি গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ পরে সারারাত রেখে দিন। পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং চুল দ্রুত বাড়াতে সাহায্য করে ।
অ্যালোভেরা, ডিম ও অলিভ অয়েল প্যাকঃ
অ্যালোভেরা জেল, অলিভ অয়েল ও ডিমের কুসুম মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরুন এবং ২৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুল ভেঙে যাওয়া বন্ধ হয় এবং চুল হয় নরম ও মসৃণ ।
অ্যালোভেরা, মধু ও নারকেল তেলের প্যাকঃ
অ্যালোভেরা জেলের সঙ্গে মধু ও নারকেল তেল মিশিয়ে নিন। চুলে ভালোভাবে লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলের শুষ্কতা দূর করে ,চুল হয় উজ্জ্বল ও প্রাণবন্ত ।