
ছবিঃ বিপ্লবী বার্তা
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সোমবার (২০ অক্টোবর) তার মায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে রমনা থানাকে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সালমান শাহের বাবা কমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সংযুক্ত করে আদালত হত্যার মামলা দায়েরের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, “সালমান শাহের মৃত্যুতে প্রথমে তার বাবা রমনা মডেল থানায় অপমৃত্যুর মামলা করেন। পরবর্তীতে হত্যার মামলা রূপান্তরের আবেদন করা হয়, কিন্তু তা গ্রহণ করা হয়নি। ওই সময় রিজভী ওরফে ফরহাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যেখানে সালমান শাহকে কীভাবে হত্যা করা হয় তা উল্লেখ আছে। তারপরও মামলাটি দীর্ঘদিন আলোর মুখ দেখেনি।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন চিত্রনায়ক সালমান শাহ। তখন তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু মামলা দায়ের করেন। পরের বছর তিনি মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান। আদালত তখন সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। ১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডির প্রতিবেদন আদালতে আসে, যেখানে মৃত্যু আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। এরপর তার বাবা রিভিশন মামলা দায়ের করেন।
২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। প্রায় ১১ বছর তদন্তের পরে ২০১৪ সালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়, যা অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। ২০১৫ সালে সালমান শাহের মা নীলা চৌধুরী আদালতে নারাজি আবেদন দাখিল করেন। এরপর র্যাব, পরে পিবিআই তদন্ত করে। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের ছয়শ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়, যেখানে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। ২০২১ সালে আদালত পিবিআই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন।
তবে নীলা চৌধুরী আদালতে পুনরায় রিভিশন মামলা দায়ের করেন। ২০২২ সালের ১২ জুন ঢাকার মহানগর দায়রা জজ আদালত রিভিশনটি গ্রহণ করেন। আদালতের সর্বশেষ আদেশ অনুযায়ী, রমনা থানাকে হত্যার মামলা গ্রহণ করতে এবং পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে হবে।