
নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুন থেকে প্রাণ বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন ৮০ বছর বয়সী বাসন্তী রানী সাহা নামে এক বৃদ্ধা।
রবিবার (১৯ অক্টোবর) রাতে ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িজুড়ে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ আকাশে ধোঁয়া দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দুই পরিবারের ঘরের আসবাবপত্র, জামাকাপড়, বই-খাতা, নথিপত্রসহ সবকিছুই পুড়ে যায়। আগুনের তাপে পাশের সঞ্জয় সরকারের নতুন নির্মিত বাড়ির থাই সিলিং, ফ্যান, লাইটসহ বিভিন্ন সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মনজুর ফরাজী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। টিনশেড ঘর হওয়ায় পানি আগুনের মূলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “সবার সহযোগিতা ও আল্লাহর রহমতে আশপাশের বাড়িগুলো বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”