জুবায়েদ হত্যার বিচার দাবিতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবিঃ বিপ্লবী বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ রহমানকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। রবিবার (১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।


মিছিলে অংশগ্রহণকারীরা “বিচার বিচার বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই”, “খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই”, “জুবায়েদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না”, “জগন্নাথে লাশ পড়ে, ইন্টেরিম কী করে?” এমন নানা স্লোগান দেন।


মিছিল শেষে প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিল বলেন, “বিগত কয়েকদিন আগে বিউপিতে একজন শিক্ষার্থী গণধর্ষণের শিকার হন, আজ আবার টিউশন করতে যাওয়া এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হলো। এখানে আমাদের নিরাপত্তা কোথায়? আমাকেও তো মেরে ফেলতে পারে। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এসেছি কারণ এটি আমার সাথেও ঘটতে পারে। আমি চাই হত্যাকারীর দ্রুত বিচার হোক, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”


কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাঈদুল ইসলাম শাওন বলেন, “আমরা কি এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে সাধারণ শিক্ষার্থীও নিরাপদ নয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য থেকে শুরু করে পারভেজ, আর এখন জগন্নাথের জুবায়েদ শিক্ষার্থীদের ধারাবাহিক হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ইন্টেরিম সরকারকে বলতে চাই, যদি আর কোনো শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটে, তাহলে আমরা এই সরকারকে এক ঘণ্টাও ক্ষমতায় থাকতে দেব না।”


কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আমাদের ভাই হত্যা হয়, বোনেরা নির্যাতিত হয়, কিন্তু ইন্টেরিম সরকার বিচার করতে পারে না। সাম্য, পারভেজের পর এখন জুবায়েদ হত্যাকাণ্ড এটি অত্যন্ত রহস্যজনক। গত বছরের ৫ আগস্টের পর থেকে ছাত্রদলের কর্মীদের ধারাবাহিকভাবে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এসব প্রমাণ করে বর্তমান ইন্টেরিম সরকার ব্যর্থ ও অযোগ্য।”


তিনি আরও বলেন, “বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আর কোনো শিক্ষার্থীর ওপর হামলা, হত্যা বা নির্যাতনের ঘটনা ঘটে, তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে।”


প্রসঙ্গত, রবিবার সন্ধ্যার দিকে পুরান ঢাকার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমানের লাশ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।