
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (কোয়াব) কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
রোববার (১৯ অক্টোবর) তিনি কোয়াব সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এর আগে পাইলট সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক পদে নির্বাচিত হন।
তার পদত্যাগপত্রে পাইলট উল্লেখ করেন, “কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের বিষয় ছিল। তবে এখন আমি বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। তাই উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার স্বার্থে কোয়াবের নির্বাহী পদ থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করি।”
কোয়াবের সর্বশেষ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও খালেদ মাসুদ পাইলট। পাইলটের এই সিদ্ধান্তকে ক্রিকেট মহলে ‘নৈতিকতার উদাহরণ’ হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, এটি ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।