ফার্মগেটে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবিঃ বিপ্লবী বার্তা

রাজধানীর ফার্মগেট মোড়ে নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভে সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সাইন্স হাই স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


রোববার (১৯ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা ব্যানার হাতে প্রথমে মানববন্ধন করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল করেন এবং এলাকায় তাদের দাবিগুলো তুলে ধরেন।


শিক্ষার্থীরা জানান, স্কুল ও কলেজের সামনে অটোরিকশাগুলো লাইনে দাঁড়িয়ে জ্যাম তৈরি করে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থী পারাপার হয়। অটোরিকশাগুলো একটার পর একটা থাকায় জ্যামের পাশাপাশি রাস্তা পারাপার করা কঠিন হয়ে ওঠে। এছাড়া, রাস্তা ফাঁকা থাকলেও অটোরিকশাগুলো প্রায় ৪০-৫০ কিলোমিটার গতিতে চলে। অটোরিকশার ব্রেক ঠিকভাবে কার্যকর না হওয়ায় শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়েন।


শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে স্পিড ব্রেকার স্থাপন, পর্যাপ্ত ল্যাম্প পোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন, এবং ফুটপাথ থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও পার্কিং স্থায়ীভাবে উচ্ছেদ করা।