সাউন্ডের প্রাণ স্যাম রিভার্স আর নেই, লিম্প বিজকিট শোকাহত
ছবিঃ বিপ্লবী বার্তা
যুক্তরাষ্ট্রের আলোচিত ব্যান্ড লিম্প বিজকিটের প্রতিষ্ঠাতা সদস্য ও বেজিস্ট স্যাম রিভার্স আর নেই। শনিবার (১৮ অক্টোবর) ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই সংগীতশিল্পী।


ব্যান্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় জানায়, “স্যাম শুধু আমাদের বেজ প্লেয়ার ছিলেন না, তিনি ছিলেন সাউন্ডের প্রাণ। প্রথম নোট থেকে আমরা একসঙ্গে যে সুর বাজিয়েছি, স্যাম যে আলো ও ছন্দ এনেছিলেন, তা কখনো পূরণ করা সম্ভব নয়।” তবে তার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।


লিম্প বিজকিটের অন্য সদস্যরা হলেন ফ্রেড ডারস্ট, জন ওটো এবং ডি জি লিথাল। ১৯৯৪ সালে গঠিত ব্যান্ডটি হিপহপ রক ধারার সংগীতের জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৯০–এর দশকের শেষভাগে ব্যান্ডটি বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব বিস্তার করে। তবে প্রায়ই ‘কটু’ ভাষার গানের কথার জন্য তারা সমালোচিতও হয়েছিল।


স্যাম রিভার্সের মৃত্যুর পর ব্যান্ডটি আরও জানায়, “আমরা অনেক মুহূর্ত ভাগ করে নিয়েছি—অদ্ভুত, শান্ত, সুন্দর। প্রতিটি মুহূর্তই ছিল আরও বেশি অর্থবহ, কারণ স্যাম সেখানে ছিলেন। তিনি ছিলেন দারুণ একজন মানুষ, সত্যিকারের কিংবদন্তি। আমরা তোমাকে ভালোবাসি, স্যাম।”


ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘থ্রি ডলার বিল, ইয়াল’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করে তারা। সর্বশেষ অ্যালবাম ‘স্টিল সাকস’ মুক্তি পায় ২০২১ সালে।


২০১৫ সালে স্যাম রিভার্স মাত্রাতিরিক্ত মাদকসেবনের কারণে লিভারের জটিলতায় ভুগতে শুরু করেন এবং ব্যান্ড ছেড়ে দেন। পরে চিকিৎসকের পরামর্শে তিনি লিভার প্রতিস্থাপন করান।


তার মৃত্যুতে সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্বজুড়ে ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।


তথ্যসূত্র: বিবিসি