এইচএসসিতে অকৃতকার্য হয়ে মুকসুদপুরে শিক্ষার্থীর আত্মহত্যা
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ার অভিমানে আত্মহত্যা করেছে কনিকা আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচূড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।



নিহত কনিকা আক্তার ওই গ্রামের মোকসেদ মুন্সীর মেয়ে। সে সরকারি মুকসুদপুর কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।



পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে কনিকা ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। ফল জানার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও গভীর হতাশায় ভুগছিল কনিকা। একপর্যায়ে শনিবার বিকালে নিজ বাড়ির বাথরুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।



পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় রঞ্জন বল্লভ কনিকাকে মৃত ঘোষণা করেন।



কনিকার মৃত্যুর খবরে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি আত্মহত্যার ঘটনা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।