কয়েকটি দলের জুলাই সনদে স্বাক্ষর না করা নির্বাচনে বড় প্রভাব ফেলবে নাঃ সালাউদ্দিন
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে এখনো স্বাক্ষর না করলেও তা আসন্ন নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না।


শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, “আমার জানা মতে, এনসিপি ও চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। বলব না তারা স্বাক্ষর করেনি, কারণ স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি, তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন।”


তিনি বলেন, “আমরা মনে করি, আগামী নির্বাচনে এটা বড় কোনো প্রভাব ফেলবে না। এক সময় সবার মধ্যে সহনশীলতা ফিরে আসবে। হয়তো তাদের কিছু দাবি-দাওয়া আছে, কিন্তু এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে আমরা বিশ্বাস করি।”


বিএনপির এই নেতা আরও বলেন, “গণতন্ত্রে সবাই একমত হবে না, এটা স্বাভাবিক। মতের ভিন্নতা থাকবে। কিন্তু ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়েই আমরা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারব।”