সাবেক স্বামী রাকিবকে আবারও বিয়ে করলেন মাহিয়া মাহি
ছবিঃ সংগৃহীত

দেড় বছর পর ফের একসঙ্গে জীবন শুরু করলেন ঢালিউড তারকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মদ্ধ্যমে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন এই জনপ্রিয় নায়িকা।


শনিবার (১৮ অক্টোবর) মাহি তার অফিশিয়াল ফেসবুক পেজে রাকিব সরকারকে ট্যাগ করে লেখেন তিনি আগের স্বামী রাকিবকেই পুনরায় বিয়ে করেছেন। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


মাহিয়া মাহির ব্যক্তিগত জীবন নিয়ে গত দেড় বছর ধরে ভক্তদের মধ্যে ছিল নানা জল্পনা। তিনি নিজেই একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন। এরপর থেকে এই তারকা দম্পতিকে একসঙ্গে জনসমক্ষে দেখা যায়নি।


তবে সাম্প্রতিক ঘোষণার মাধ্যমে সব গুঞ্জনের অবসান ঘটালেন নায়িকা। পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায়। অনেক ভক্তই লিখেছেন, তারা এই দম্পতির নতুন জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।