শাহজালালে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ
ছবিঃ বিপ্লবী বার্তা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। চারপাশে ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।


শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে কার্গো ভিলেজের ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। শুরুতে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বাড়লে ইউনিট সংখ্যা ধাপে ধাপে বাড়িয়ে ৩৬ এ উন্নীত করা হয়।


ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানান, “আমাদের ৩৬টি ইউনিট এখন ঘটনাস্থলে কাজ করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত নয়।”


এদিকে, বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


সূত্র জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কার্গো ভিলেজ এলাকায় এখনো আগুনের কুণ্ডলী বাড়ছেই বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


বর্তমানে ঘটনাস্থলে রয়েছে নৌবাহিনী ও বিমানবাহিনীর ইউনিট, দুই প্লাটুন বিজিবি, পুলিশ, আনসার এবং সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে।