
ছবিঃ বিপ্লবী বার্তা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৩২টি ইউনিট
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। শুরুতেই বাংলাদেশ সিভিল এভিয়েশন, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের ভয়াবহতা অত্যন্ত তীব্র। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুনের বিস্তার ও তীব্রতা বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর ফায়ার ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে। এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজ সংলগ্ন একটি অংশে আগুন লাগে এবং তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করে।
ঘটনার পর বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা যৌথভাবে আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।