পুরো সংসদ ভবন ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী
ছবিঃ বিপ্লবী বার্তা
জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পরপরই পুরো সংসদ ভবন এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।


শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটের দিকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী দাবি করা একটি পক্ষ এবং পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি দেখা যায় বিক্ষোভকারীদের আগুন জ্বালাতে ও যানবাহন ভাঙচুর করতে।


জানা গেছে, দুপুরে ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধারা হঠাৎ করেই গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তখন তাদের সরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবন এলাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং ভাঙচুর শুরু করেন।


পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিচার্জ করে। এছাড়া অ্যারামড ব্যাটালিয়ন পুলিশ (এবিপিএন) সদস্যরাও অভিযানে অংশ নেন। দুপুর ২টার পর পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলতে থাকে।


এর আগে শুক্রবার সকালে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে শতাধিক আন্দোলনকারী সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা গেট টপকে ভেতরে ঢুকে যান এবং মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন।


উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে সরকার। এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের।