রাকসু নির্বাচনঃ ভিপি পদে এগিয়ে মোস্তাকুর রহমান জাহিদ
ছবিঃ বিপ্লবী বার্তা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা চলছে৷ এখনো পর্যন্ত ছয়টি হলের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। 


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণের পর সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও রাত ৮টায় গণনা শুরু হয়। প্রথমে রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের ফলাফল ঘোষণা করা হয়৷ 


এর মধ্যে মন্নুজান হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট পেয়েছেন ৯৭২টি এবং ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী, শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ২৩৬টি। রোকেয়া হলে জাহিদ ৭৫২টি ও আবীর ২১১টি ভোট পেয়েছেন।তাপসী রাবেয়া হলে ছাত্রশিবিরের ভিপি পদপ্রার্থী জাহিদ ৪৭৩টি ও ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবীর ১৩৬টি ভোট পেয়েছেন। বেগম খালেদা জিয়া হলে মোস্তাকুর রহমান জাহিদ ৪৮৫টি এবং শেখ নূর উদ্দিন আবীর ১৩৭টি ভোট পেয়েছেন। রহমুতুন্নেসা হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৬৩০ ভোট ও ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী 
শেখ নূর উদ্দিন আবীর ১৮৬টি ভোট পেয়েছেন এবং জুলাই -৩৬ হলে জাহিদ ৯৪৫ ও আবীর ৩০০টি ভোট পেয়েছেন৷ 


৬টি হলের মোট ভোট হিসেব করলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৪২৫৭ ভোট ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবীর ১২০৬টি ভোট পেয়েছেন। প্রায় তিন গুণের বেশি ভোট পেয়ে এখনো পর্যন্ত মোস্তাকুর রহমান জাহিদ এগিয়ে রয়েছে৷