কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা, শিক্ষার্থীর অভিযোগে তোলপাড়
ছবিঃ বিপ্লবী বার্তা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় তেলাপোকা মিলেছে সকালের খাবারে,  এমন অভিযোগ করেছেন একটি শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে বাংলা বিভাগের ২০২২‑২৩ শিক্ষাবর্ষের তোফাজ্জেল হোসেন তাসরীফ এই অভিযোগ করেন।


তাসরীফ বলেন, তিনি নাস্তা হিসেবে তেহারি অর্ডার করেন। খাবার হাতে পেয়ে তেহারির ভেতর বড় একটি তেলাপোকা দেখতে পান। তিনি বলেন, “চেয়ে দেখলে সার্ভার স্বীকার করলেন এটি তেলাপোকা।” তিনি আরও জানান, খাবারটি ছিল পাতিলের শেষের দিকে রাখা অংশ থেকেই নেওয়া  অর্থাৎ আগে থেকে অনেকেই খাবারটিই খেয়েছিল।


প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম জানান, তারা চারজন ছিলেন এবং তাসরীফ খাবার হাতে নিলে সঙ্গে সঙ্গে তেলাপোকা দেখতে পান।


যিনি খাবার সরবরাহ করেছিলেন  তিনি জানান, মোহাম্মদ আব্দুল রাজ্জাক বলছেন, সে সময় খাবারে কিছু দেখেননি। “তিনি হাতে তেলাপোকাটি নিয়ে দেখালেন,


ক্যাফেটেরিয়া পরিচালনার পরিচালক সুমা আহমেদ বলেন, তখন তিনি ক্যাশ কাউন্টারে ছিলেন, কিচেন এলাকায় ছিলেন না,  তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটা কীভাবে ঘটেছে। তিনি বলেন, “যদি তেলাপোকা পরিবেশিত হয়ে থাকে, সার্ভার তা দেখতে পেত। তেলাপোকা গরম তেলে রাখলে পাখনা ছড়িয়ে যায়।” তিনি আরো জানান, ক্যামেরা ফুটেজ দেখে বিষয়টি যাচাই হবে।


বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব বলেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ যাচাই করে প্রশাসন সিদ্ধান্ত নেবে।


উল্লেখ্য, এটি প্রথম নয় , এর আগে শিক্ষার্থীদের মধ্যে নিম্নমানের খাবার ও পোকামাকড় পাওয়া নিয়ে অভিযোগ এসেছে ক্যাফেটেরিয়ায়।