নারীদের কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকায়
ছবিঃ সংগৃহীত

জাতীয় খেলা কাবাডিকে নতুন উচ্চতায় নিতে আসছে বড় আয়োজন। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কাবাডি বিশ্বকাপ ২০২৫। এতে অংশ নেবে বিশ্বের ১৪টি দেশ। আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন, আর ভেন্যু নির্ধারণ করা হয়েছে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়াম।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।


তিনি বলেন, “তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আমরা বিশ্বকাপ আয়োজন করছি। ‘বিউটিফুল বাংলাদেশ’ ভাবনা নিয়ে বাংলাদেশ পর্যটন বোর্ডকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। জাতীয় খেলা হিসেবে কাবাডিকে সামনে নিতে চাই আমরা। এই টুর্নামেন্টের মাধ্যমে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।”




স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এবারের কাবাডি বিশ্বকাপে অংশ নেবে আর্জেন্টিনা, চায়নিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার।

অতিরিক্তভাবে পাকিস্তান ও পোল্যান্ডকে স্ট্যান্ডবাই দল হিসেবে রাখা হয়েছে।



টুর্নামেন্ট আয়োজনের আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, “আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ) টিকিট বাবদ দেবে সাড়ে তিন কোটি টাকা। সরকারের অনুদান হিসেবে পাব পাঁচ কোটি টাকা। বাকি অর্থ স্পনসরদের মাধ্যমে সংগ্রহ করা হবে। কাবাডির উন্নয়ন ও জনপ্রিয়তা বাড়াতেই এই আয়োজন।”



নেওয়াজ সোহাগ আরও জানান, বিশ্বকাপে অংশ নেবেন শুধুমাত্র নারী খেলোয়াড়েরা।

তাই নিরাপত্তা ও আয়োজনের মান নিশ্চিত করতে শিগগিরই আন্তমন্ত্রণালয় সভা আহ্বান করা হবে। তিনি বলেন, “সশস্ত্র বাহিনীর সহায়তা নেওয়া হবে, যাতে প্রতিটি বিভাগ সমন্বিতভাবে কাজ করতে পারে।”


এই বিশ্বকাপের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দেশীয় কাবাডির আন্তর্জাতিকীকরণে এই আয়োজন হতে পারে এক ঐতিহাসিক মাইলফলক।