এইচএসসি ফলাফলে হতাশা, পাশ করে নি ২০২ প্রতিষ্ঠানের কেউ ই
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। কিন্তু এবারের ফলাফলে অনেক ক্ষেত্রেই  ফুটে উঠেছে হতাশার চিত্র।



সব বোর্ড মিলিয়ে এবারের গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যেখানে গত বছর এই হার ছিল ৭৮ শতাংশের কাছাকাছি। এবার জিপিএ–৫ পেয়েছেন মাত্র ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় ৭৬ হাজার কম।



বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ড এবারও এগিয়ে রয়েছে ৬৪ দশমিক ৮২ শতাংশ পাসের হারে। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড, যেখানে পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ।


রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, যশোরে ৫০ দশমিক ২০, আর বরিশাল বোর্ডে ৬২ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।



মাদরাসা শিক্ষা বোর্ডে চিত্র তুলনামূলকভাবে ভালো, এ বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ, এবং জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন।



তবে উদ্বেগের বিষয়, এবার ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করেননি, যেখানে গত বছর এমন প্রতিষ্ঠান ছিল মাত্র ৬৫টি। আর শতভাগ পাস প্রতিষ্ঠান কমে দাঁড়িয়েছে ৩৪৫টিতে, যা গতবারের তুলনায় এক হাজারেরও বেশি কম।



ফলাফল নিয়ে আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেছেন, “এবারের ফলাফল কাঙ্ক্ষিত নয়। আগের ব্যবস্থার কিছু গলদ এখন প্রকৃত চিত্র তুলে ধরেছে। প্রশ্ন কঠিন করা হয়নি।”


শিক্ষার্থীরা ফল জানতে পারছেন বোর্ডের ওয়েবসাইট, এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে।