
ছবিঃ বিপ্লবী বার্তা
দেশব্যাপী আমীরে জামায়াতের নির্বাচন চলছে। জামায়াতে ইসলামী অভ্যন্তরীণ নির্বাচন প্রক্তিয়া অত্যান্ত সচ্ছ ও পরিচ্ছন্ন। প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামী গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে আসছে। জামায়াত কঠিন সময়েও নেতৃত্ব নির্বাচন করা থেকে বিরত থাকেনি। সুতরাং জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জাতির জন্য মডেল হতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীরে জামায়াত নির্বাচনের প্রিজাইডিং অফিসার আব্দুর রব উত্তরা অঞ্চলের (পূর্ব ও পশ্চিম) ভোট গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক জামাল উদ্দিন ও উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
উত্তরা পলওয়েল কনভেনশন সেন্টারে বুধবার সন্ধ্যা ৬.৩০ টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৭০০ জন ভোটারের মধ্যে ২৫২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উত্তরা পূর্ব ও পশ্চিম অঞ্চল থেকে নির্বাচন পরিচালনার জন্য ১৪ জন পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তারা হলেন উত্তরা মডেল ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ আবু বকর সিদ্দিক, তুরাগ উত্তর আলী হোসাইন, দক্ষিণখান পূর্ব আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আবু সাঈদ শাহনেওয়াজ, দক্ষিণখান উত্তর মোস্তাকিম আলম, উত্তরখান পূর্ব ইসরাঈল হোসেন, উত্তরখান পশ্চিম শেখ নিজাম উদ্দিন, খিলক্ষেত পূর্ব মিকাঈল ইসলাম, বিমানবন্দর এনামুল হক শিপন।
ভোট গ্রহণ শেষে সবার উদ্দেশ্য বক্তব্য দেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা অধ্যক্ষ আশরাফুল হক।