সাত কলেজের ঐতিহ্য রক্ষার দাবিঃ মাহমুদুর রহমান মান্নার
ছবিঃ বিপ্লবী বার্তা
ঢাকার খ্যাতনামা সাত সরকারি কলেজের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “এটা কোনো আলোচনার বিষয় নয় যে সাত কলেজের ঐতিহ্য রক্ষা করতে হবে। বরং বলি, ইতিহাস রক্ষা করাই আমাদের দায়িত্ব।”


আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করেন সাত কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।


মাহমুদুর রহমান মান্না বলেন, “যে কলেজগুলোকে একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, সেগুলোর চেহারা বদলে দিলে ইতিহাস থেকে একটি বড় অংশ মুছে যাবে। এই যে স্মৃতি, সেটিকে মুছে ফেলার চেষ্টা অন্যায়। নতুন বিশ্ববিদ্যালয় বানান, আরও কলেজ গড়ুন তা দরকার আছে। কিন্তু যেটা আগে থেকেই আছে, সেটাকে বিলুপ্ত করার কোনো যৌক্তিকতা নেই। সেটিকে রক্ষা করেও তো সামনে এগোনো যায়।”


তিনি আরও বলেন, “১৫ বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন, তারা ইতিহাসের কান টেনে লম্বা করতে চেয়েছেন। তারা বোঝাতে চেয়েছেন, ইতিহাস শুধু একজন মানুষের। মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের ইতিহাস ভুলে যাওয়া হয়েছে। একইভাবে যদি শিক্ষার ইতিহাসও একপাক্ষিকভাবে লেখা হয়, তাহলে সেটা হবে কুশিক্ষা।”


নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে মাহমুদুর রহমান মান্না বলেন, “ঢাকা কলেজ আমার কলেজ। আমি চাই, আমার কলেজের সেই ঐতিহ্য ও রূপ অক্ষুণ্ণ থাকুক।”


মানববন্ধনে অংশগ্রহণ করেন ঢাকার সাত সরকারি কলেজের, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।