ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
ছবিঃ বিপ্লবী বার্তা
ভারতে চিকিৎসা নিতে এসে হার্ট অ্যাটাকে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা। বুধবার (১৫ অক্টোবর) ভারতের কেরালা রাজ্যের দেভামাতা হাসপাতাল এই তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।


আফ্রিকান রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতা চিকিৎসার উদ্দেশ্যে কেরালার কোচি শহরে অবস্থান করছিলেন। হাসপাতাল ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রাইলা ওদিঙ্গা তার বোন, মেয়ে এবং ব্যক্তিগত চিকিৎসকসহ নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাঁটতে বের হন। হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


কেরালার এরানাকুলামের পুলিশ সুপার কৃষ্ণ এম জানান, ওদিঙ্গাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে চিকিৎসকেরা জানান তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।


রাইলা ওদিঙ্গা ১৯৯৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচবার কেনিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন, তবে কখনও বিজয়ী হতে পারেননি। তারপরও তিনি দেশটির রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার মৃত্যু কেনিয়ার আগামী ২০২৭ সালের নির্বাচনকে গভীরভাবে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে।


ভারতীয় সংবাদমাধ্যম 'মাতৃভূমি' তার মৃত্যুর সংবাদ প্রথম প্রকাশ করে। তারা জানায়, কোচির দেভামাতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওদিঙ্গা।


রাইলা ওদিঙ্গার মৃত্যুতে আফ্রিকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অনেক বার জেল খেটেছেন, সংগ্রাম করেছেন এবং সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে আফ্রিকান রাজনীতি এক অভিজ্ঞ ও প্রবীণ নেতাকে হারালো।