মারা গেছেন ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ
ছবিঃ বিপ্লবী বার্তা
ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ ১৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


পঙ্কজ ধীরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’। জানা গেছে, তার শেষকৃত্য আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় মুম্বাইয়ে সম্পন্ন হবে।


দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগলেও একসময় তিনি কিছুটা সেরে উঠেছিলেন। কিন্তু মাস কয়েক আগে তার শারীরিক অবস্থার ফের অবনতি ঘটে। পরে অস্ত্রোপচারও করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।


‘মহাভারত’ টেলিভিশন ধারাবাহিকে কর্ণ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন পঙ্কজ ধীর। এছাড়া ‘সোলজার’, ‘আন্দাজ’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু চলচ্চিত্রেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। কাজ করেছেন বহু ধারাবাহিক ও ওয়েব সিরিজেও।


প্রায় ৫৫ বছরের অভিনয় ক্যারিয়ারে তিনি দুটি সিনেমাও পরিচালনা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন অভিনয়ে। ২০২৪ সালেও ‘ধ্রুব তারা’ নামের একটি ধারাবাহিকে কাজ করছিলেন তিনি।


অভিনয়জগতে পঙ্কজ ধীর ছিলেন এক পরিচিত মুখ এবং দক্ষ শিল্পী। তার মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্মৃতিচারণ করছেন ও শোক জানাচ্ছেন।