
নওগাঁর নিয়ামতপুর সাবরেজিস্ট্রি অফিসে নকলনবিশদের সিন্ডিকেটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা। সরকার নির্ধারিত ফি'র বাইরে ইচ্ছেমতো টাকা আদায় করা হচ্ছে নকল দলিলের জন্য, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা।
অভিযোগ উঠেছে, প্রতি নকল দলিলের জন্য ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করছেন নকলনবিশরা। অথচ সরকারি বিধি অনুযায়ী, প্রতিটি ৩০০ শব্দের নকল দলিলের জন্য নির্ধারিত ফি মাত্র ৩৬ টাকা (জি, জি-এ এবং জি-জি স্ট্যাম্পের মাধ্যমে)।
ভুক্তভোগী শাহজাহান শাজু জানান, তিনি ৫টি দলিলের নকলের আবেদন করেন। তখন দায়িত্বপ্রাপ্ত নকলনবিশ রাশেদুল ইসলাম (রাসেল) ১০ হাজার টাকা দাবি করেন। কারণ জানতে চাইলে রাসেল বলেন, “এর থেকে কম টাকায় দেওয়া সম্ভব নয়, সাবরেজিস্টার স্যারের নির্দেশ রয়েছে।”
এই ঘটনার পরপরই শাহজাহান শাজু লিখিতভাবে নিয়ামতপুর সাবরেজিস্টার বরাবর অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর সাবরেজিস্টার শাকিল আহমেদ বলেন, “নকল প্রতি অতিরিক্ত টাকা আদায়ের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
অফিস সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযোগ আগেও এসেছে, তবে সিন্ডিকেটের দৌরাত্ম্যে অনেকেই মুখ খুলতে সাহস পান না। সেবাগ্রহীতারা বলছেন, নকলনবিশরা নিজেদের তৈরি ‘আইন’ অনুযায়ী ফি নির্ধারণ করে একপ্রকার চাঁদাবাজির মতো আচরণ করছে। স্থানীয়দের দাবি, বিষয়টি জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দুর্নীতি দমন সংস্থার হস্তক্ষেপে দ্রুত সমাধান হওয়া উচিত।