
ছবিঃ বিপ্লবী বার্তা
বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনও এবার তার নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের অন্যান্য উপাদান বাণিজ্যিকভাবে অপব্যবহার ঠেকাতে আইনি পথে হাঁটলেন। এর আগে বচ্চন পরিবার, করণ জোহর ও কুমার শানুর মতো তারকারাও একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। হৃতিক দিল্লি হাই কোর্টে একটি মামলা দায়ের করেছেন, যেখানে তিনি তার পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করে তৃতীয় পক্ষ লাভবান হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি আদালতের কাছে তার নাম, মুখচ্ছবি, কণ্ঠস্বর ও অন্যান্য ব্যক্তিত্বের বৈশিষ্ট্য রক্ষার আবেদন জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হৃতিকের অভিযোগ, অনুমতি ছাড়া তার ইমেজ, চেহারা, নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পণ্য ও পরিষেবা প্রচার করছে, যা তার ব্যক্তিগত অধিকারের চরম লঙ্ঘন। অভিনেতা মনে করেন, তার পরিচিতিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের আগে তার সম্মতি নেওয়া উচিত ছিল।
এ ধরনের মামলার তালিকায় হৃতিকের আগে নাম লিখিয়েছেন জনপ্রিয় গায়ক কুমার শানু। তিনিও দিল্লি হাইকোর্টে গিয়ে তার নাম, কণ্ঠ, গান গাওয়ার ধরণ, ছবি ও স্বাক্ষরের সুরক্ষা চেয়ে মামলা করেছেন। তার অভিযোগ, তার কণ্ঠ নকল করে ও প্রচারণার উদ্দেশ্যে ব্যবহার করে কিছু প্রতিষ্ঠান মানুষকে বিভ্রান্ত করছে এবং অর্থ উপার্জন করছে। এতে করে তার নৈতিক অধিকার ও প্রচার অধিকারের স্পষ্ট লঙ্ঘন ঘটছে।
শুধু হৃতিক বা শানুই নন, একই ধরনের মামলায় সম্প্রতি আদালতের শরণাপন্ন হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, করণ জোহর, তেলেগু অভিনেতা নাগার্জুনা, ‘আর্ট অব লিভিং’ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর এবং সাংবাদিক সুধীর চৌধুরী। আদালত তাদের অনেকের পক্ষেই অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে, যা তাদের ব্যক্তিত্বের সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করছে।
বিশেষজ্ঞদের মতে, এই বিষয়টি ‘রাইট টু পাবলিসিটি’ বা ‘পার্সোনালিটি রাইটস’-এর আওতায় পড়ে। এটি এমন এক আইনি অধিকার, যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের নাম, চেহারা, কণ্ঠস্বর ও পরিচিতির বাণিজ্যিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন। বিশ্বজুড়েই সেলিব্রেটি ও পাবলিক ফিগারদের এই ধরনের অধিকার রয়েছে, যা তাদের জনপ্রিয়তাকে বাণিজ্যিকভাবে অপব্যবহার থেকে রক্ষা করে।