
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে লড়ছেন আরও অন্তত ৮ জন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে পোশাক কারখানা ও পাশের কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে রাসায়নিকের উপস্থিতির কারণে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই গার্মেন্টস কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কেমিক্যাল গোডাউনে। দ্রুত ঘটনাস্থলে ভিড় করে স্থানীয় জনতা, যাদের মধ্যে অনেকে উদ্ধারকাজেও অংশ নেন।
পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীসহ পুলিশ, র্যাব, বিজিবি ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন একসঙ্গে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম জানান, “গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে কেমিক্যালের তীব্র দাহ্য পদার্থের কারণে গোডাউনের আগুন এখনো জ্বলছে। সর্বোচ্চ চেষ্টা চলছে।”
চারপাশে এখনো ঘন ধোঁয়ার কুণ্ডলী আর পুড়ন্ত গন্ধ। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
একইসঙ্গে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানায় ফায়ার সার্ভিস। হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে লড়ছেন আরও অন্তত ৮ জন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে পোশাক কারখানা ও পাশের কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে রাসায়নিকের উপস্থিতির কারণে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই গার্মেন্টস কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কেমিক্যাল গোডাউনে। দ্রুত ঘটনাস্থলে ভিড় করে স্থানীয় জনতা, যাদের মধ্যে অনেকে উদ্ধারকাজেও অংশ নেন।
পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীসহ পুলিশ, র্যাব, বিজিবি ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন একসঙ্গে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম জানান, “গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে কেমিক্যালের তীব্র দাহ্য পদার্থের কারণে গোডাউনের আগুন এখনো জ্বলছে। সর্বোচ্চ চেষ্টা চলছে।”
চারপাশে এখনো ঘন ধোঁয়ার কুণ্ডলী আর পুড়ন্ত গন্ধ। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
একইসঙ্গে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানায় ফায়ার সার্ভিস।