
এশিয়ান কাপ বাছাইপর্বে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ মাঠে নামছে জামাল ভূঁইয়ারা। মার্চ থেকে অক্টোবর, এই সময়ের মধ্যেই বাংলাদেশের ফুটবলে দেখা গেছে আনন্দ, হতাশা আর নতুন আশার গল্প।
হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে হাভিয়ের কাবরেরার দলকে লড়তে হবে প্রচণ্ড চাপ সামলে।
সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, দর্শকের চাপ নয়, মনোযোগ থাকবে পুরোপুরি খেলায়। তিনি আরও বলেন, “আমরা ৩ পয়েন্টের জন্যই খেলব, জয় ছাড়া আর কিছু ভাবছি না।”
গত তিন ম্যাচে ভালো খেলে জয়ের দেখা না পাওয়ার হতাশা এবার ঘোচাতে চায় বাংলাদেশ। শেষ মুহূর্তে পয়েন্ট হারানো, গোল মিসের আক্ষেপ। সব ভুলে এখন লক্ষ্য একটাই, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে বাংলাদেশ!
তবে, আজকের ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে কিছু পরিবর্তন। কোচ হাভিয়ের কাবরেরা হয়তো শুরু থেকেই মাঠে নামাতে পারেন শমিত সোম ও জায়ান আহমেদকে, আর রক্ষণে ফিরতে পারেন তারিক কাজী ও তপু বর্মণ।
তবে দলের সবচেয়ে বড় চিন্তা আক্রমণভাগ। স্ট্রাইকারের অভাবে সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে রাকিব হোসেন ভালো সুযোগ পেলেও গোলের দেখা পাননি। আজ তাই রাকিব, ফাহিম, শমিত সোম ও হামজা চৌধুরীদেরই দিতে হবে জয়ের আলো।
এদিকে প্রতিপক্ষ হংকং দলে রয়েছেন নয়জন বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়। বিশেষ করে ফরাসি রাফায়েল মেরকিস এবং ব্রাজিলিয়ান কামারগো, এই দুজনই হংকংয়ের আক্রমণের সবচেয়ে বড় শক্তি। আগের ম্যাচে মেরকিস একাই করেছেন হ্যাটট্রিক। তাই আজ তাঁকেই কড়া নজরে রাখতে হবে বাংলাদেশের ডিফেন্ডারদের।
কাগজে-কলমে এখনো টিকে আছে বাংলাদেশের এশিয়ান কাপের আশা। শেষ তিন ম্যাচই যদি জেতে জামালরা, তাহলেই নতুন ইতিহাস গড়া সম্ভব। তবে তাকিয়ে থাকতে হবে হংকং ও সিঙ্গাপুরের ফলাফলের দিকেও।
বাংলাদেশ এখন পর্যন্ত তিন ম্যাচে এক ড্র থেকে ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সি গ্রুপের চতুর্থ স্থানে। অন্যদিকে, ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হংকং। তাই আজকের জয়ই বাংলাদেশকে আবার ফিরিয়ে আনতে পারে প্রতিযোগিতার দৌড়ে।
বাংলাদেশের সামনে সুযোগ, শুধু প্রতিপক্ষকেই হারানোর নয়, বরং দেশের ফুটবলের ‘মন খারাপ’ চেহারাটা বদলে দেওয়ারও। জামাল-হামজারা পারবেন কি আজ জয়ের উৎসব করতে? সব প্রশ্নের উত্তর মিলবে আজ সন্ধ্যা ছয়টায়, হংকংয়ের মাঠে!