ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি, স্থবির শিক্ষা কার্যক্রম
ছবিঃ বিপ্লবী বার্তা

সারাদেশের বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা মেডিকেল ভাতা, বাড়িভাড়া ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে নেমেছেন। রবিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি সোমবার আরও বিস্তৃত রূপ ধারণ করেছে। এর ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।


পিরোজপুর জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস না হওয়ায় শ্রেণিকক্ষে না গিয়ে শিক্ষকরা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা ফিরে যাচ্ছে বাড়িতে, যার ফলে শিক্ষা কার্যক্রম একপ্রকার স্থবির হয়ে পড়েছে।


শিক্ষক নেতারা জানিয়েছেন, বর্তমান সময়ের আর্থিক পরিস্থিতির তুলনায় বিদ্যমান ভাতা খুবই অপ্রতুল। তারা দাবি জানিয়েছেন, মেডিকেল ভাতা ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বাড়ানো এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার।


তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়া হবে। এ অবস্থায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা মনে করছেন, দীর্ঘ সময় পাঠদান বন্ধ থাকলে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে।