পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি রেখে নভেম্বরেই গণভোট চায়ঃ জামায়াত
ছবিঃ বিপ্লবী বার্তা
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি দাবি করেন, গত ৫৪ বছরের নির্বাচন পদ্ধতির অধীনে কখনোই স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। “দিনের ভোট রাতে” পরিণত হওয়ার আশঙ্কা সবসময় থেকে এসেছে এ কারণেই কমিশনকে বিদ্যমান পদ্ধতির পাশাপাশি পিআর পদ্ধতির প্রস্তুতি নিতে হবে বলে দাবি করলেন জামায়াত।


গণভোট ও সংসদ নির্বাচনের সমন্বয় নিয়ে তিনি বলেন, “দুটি ইভেন্ট একসঙ্গে হলে গণভোটের গুরুত্ব কমে যাবে কারণ প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত থাকবেন।” তাই তাদের মতে, গণভোটকে আলাদা দিনে আয়োজন করা উচিত। অতীতেও ১৭ বা ২১ দিনের ব্যবধান রেখে এ ধরনের ভোট নেওয়া হয়েছে, এবং অতিরিক্ত ব্যয় তেমন গুরুতর নয় শুধু কিছু অতিরিক্ত ব্যালট ও আনুষঙ্গিক খরচ হবে।


বৈঠকে পিআর পদ্ধতির কার্যকারিতা ও এ পদ্ধতির বিভিন্ন দেশে ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। জামায়াত দাবি করেছে, প্রবাসী ভোটারদের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) ছাড়াও জন্ম নিবন্ধন সনদ-কে ভোটাধিকার নিশ্চিত করার উপকরণ হিসেবে গ্রহণ করা উচিত।


যদিও সরকার এতে সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছে, গণভোট বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।