
ছবিঃ বিপ্লবী বার্তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, বাংলাদেশের স্বার্থে তাদের দল আগামী নির্বাচনে এককভাবে অংশ নিতে পারে, আবার প্রয়োজন হলে অ্যালায়েন্সসেরে অংশগ্রহণ করবে তবে শুধুমাত্র ‘এনসিপি’ নাম ও শাপলা প্রতীকেই।
আজ (সোমবার) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভার পর সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আইনজগতে, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি শাপলা প্রতীক দেওয়া আইনত কোনো বাধা নেই। তাই আমরা প্রত্যাশা করি, শাপলা প্রতীক পেয়ে আমরা সেই প্রতীকেই নির্বাচন করবেন। অ্যালায়েন্স থাকলেও দল হিসেবে ‘এনসিপি’ নাম বজায় থাকবে।”
নির্বাচন পরিচালনার সময়সূচি নিয়ে প্রশ্নে সারজিস আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও খুনের বিচার কার্যকর হলে, তাঁর দল এ ব্যাপারে আপত্তি রাখবে না। তিনি আশা করেন, ডিসেম্বরে বিচার রায় কার্যকর হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব হবে।
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি বিষয়ে তিনি জানান, এনসিপি উচ্চকক্ষে পিআরকে সমর্থন করে, কিন্তু নিম্নকক্ষে পিআর এ এ মুহূর্তে তারা পক্ষে নয়। কারণ, বর্তমান বাস্তবতায় নিম্নকক্ষে পিআর চালু হলে গুণগতভাবেই সমস্যার সৃষ্টি হতে পারে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান। এতে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম ও জামালপুর জেলার পার্টি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।