'সমন্বিত উদ্যোগে দুর্যোগ প্রতিরোধ',নিয়ামতপুরে বর্ণাঢ্য আয়োজন
ছবিঃ বিপ্লবী বার্তা
'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে আয়োজিত হয় এক আলোচনা সভা।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, যারা দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান এবং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাহাদাৎ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ফায়ার সার্ভিসের সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।


আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ও ডেমো কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।


এই আয়োজনটি দুর্যোগ প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় সমন্বিত প্রস্তুতির একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।