
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি জানান, কমিশনের নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেওয়া সম্ভব হয়নি। দল নিবন্ধনের সময় নির্ধারিত তালিকার মধ্য থেকেই প্রতীক বেছে নিতে হয়। শাপলা প্রতীক তালিকাভুক্ত নয় বলেই তা বরাদ্দ দেওয়া হয়নি। তবে নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে তালিকাভুক্ত প্রতীক সংখ্যা কমানো বা বাড়ানোর।
রোববার (১২ অক্টোবর) চট্টগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন সিইসি। সভায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, শাপলা প্রতীক ছাড়া দলটি নিবন্ধন নেবে না। তারা ইসিকে চিঠি দিয়ে বলেছে, শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হোক। অন্যথায় তারা আইনি ও রাজনৈতিকভাবে আন্দোলন চালিয়ে যাবে। গত সপ্তাহে এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করেছেন দলের শীর্ষ নেতারা।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এনসিপির নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন। তাই তিনি মনে করেন না তারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করবেন। বরং নেতৃত্বে থাকা এসব দেশপ্রেমিক ব্যক্তিরা গণতান্ত্রিক প্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে নিতে সম্মতি দেবেন।