
প্রতীকী ছবি
চেক জালিয়াতি মামলায় ঝালকাঠির শুক্লা হাওলাদার (৫০) নামে এক অবসরপ্রাপ্ত মাধ্যমিক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
শুক্লা হাওলাদার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের পঙ্কজ মন্ডলের স্ত্রী এবং কীর্ত্তিপাশা অঞ্চলের প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার সূত্র জানায়, অভিযোগকারী আবু হোসেন নামের এক ব্যক্তি চেক জালিয়াতি মামলাটি দায়ের করেছিলেন। মামলায় আদালত শুক্লা হাওলাদারকে এক বছর সাজা ও ৩০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করেছে বলে উল্লেখ করা হয়েছে।