
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুইজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্প এলাকার সামনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে ছুটে আসা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি ক্যাম্পের সামনে মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, বাসটি সোজা গিয়ে একটি হাসপাতালের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী প্রাণ হারান। বাকি দুজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের মাথায় মারাত্মক আঘাত রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রবিন জানান, "আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাত পাওয়া একজন রোগীর জীবন রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।"
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাকবলিত এলাকা ঘিরে রাখেন এবং নিরাপত্তা ব্যবস্থার জোর দাবি জানান।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে।