শিক্ষকদের যৌক্তিক দাবিতে জামালপুরে বিক্ষোভ ও সমাবেশ
ছবিঃ বিপ্লবী বার্তা

শিক্ষকদের যৌক্তিক দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জামালপুর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।


কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক জাকিউল ইসলাম। সঞ্চালনা করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জামালপুর শহর শাখার সভাপতি মো. জিল্লুর রহমান।


বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক শামীম হোসাইন সোহেল, শহর শাখার সাধারণ সম্পাদক জগলুল পাশা, সাংগঠনিক সম্পাদক এএম রাকিবুজ্জামান রিফাত, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. শরিফুল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুদ্দীন মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।


বক্তারা বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। মাত্র ১০০০ টাকা বাড়ি ভাড়া দিয়ে শিক্ষকদের সঙ্গে তামাশা করা হচ্ছে বলে উল্লেখ করেন তারা। এ টাকা দিয়ে বাড়ি তো দূরের কথা, বারান্দাও ভাড়া পাওয়া সম্ভব নয়।


তারা বলেন, ৪৫% বাড়ি ভাড়া, ১০০% উৎসব ভাতা এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতা  এসব শিক্ষক সমাজের যৌক্তিক দাবি। সরকারকে এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।