দেশে ফিরলেন শহিদুল আলম
ছবিঃ বিপ্লবী বার্তা

ইসরায়েলে আটক হওয়ার পর দেশে ফিরেছেন প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি।


ভোর ৫টার কিছু পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার যাত্রা এবং গাজায় চলমান মানবিক সংকট নিয়ে বক্তব্য দেন।


শহিদুল আলম বলেন, "গাজার মানুষ এখনো আক্রান্ত। এখনো তাদের ওপর নির্যাতন চলছে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয়, আমাদের কাজ শেষ হয়নি।"


তিনি আরও বলেন, "আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাতে চাই। সারা পৃথিবী থেকে বাংলাদেশিরা সাড়া দিয়েছেন, দোয়া করেছেন, ভালোবাসা পাঠিয়েছেন — তাদের প্রতি আমি কৃতজ্ঞ।" বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।


এর আগে, শুক্রবার (স্থানীয় সময়) দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তান্বুল পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তান্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন এবং পরদিন ভোরে ঢাকায় পৌঁছান।


গ্লোবাল সামুদ ফ্লোটিলা একটি আন্তর্জাতিক মানবিক মিশন, যা অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষদের জন্য সহায়তা পৌঁছানোর লক্ষ্যে কাজ করে থাকে। শহিদুল আলম সেই মিশনের অংশ হিসেবে ভূমিকা পালন করছিলেন।