নোবেল হাতছাড়া ট্রাম্পের, কূটনৈতিক ঝড়ের আশঙ্কায় নরওয়ে!
ছবিঃ সংগৃহীত

এ যেনো আশার গুড়ে বালি। শান্তিতে নোবেল পেলেন না ট্রাম্প! তবে কি নরওয়ের উপর নেমে আসছে ‘অশান্তির ঝড়’?


শান্তিতে নোবেল ঘোষণার আগেই বিতর্কের কেন্দ্রে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! গর্বভরে ঘোষণা করেছিলেন, “আমি আট টি যুদ্ধ বন্ধ করেছি, যা নোবেল পাওয়ার মতো কৃতিত্ব। ওবামা কিছু না করেও নোবেল পেয়েছে, আর আমি জীবন বাঁচিয়েছি!”

উল্লেখ্য, ২০০৯ সালে মাত্র আট মাস ক্ষমতায় থাকার পর বারাক ওবামা নোবেল পাওয়ার পর থেকেই ট্রাম্পের ক্ষোভ ছিল তীব্র। তিনি দাবি করেন, “ওবামা আমাদের দেশ ধ্বংস করেছে, আর আমি তা বাঁচিয়েছি।


কিন্তু ভাগ্যের চরম উপহাস। এবারও নোবেল হাতছাড়া হলো ট্রাম্পের। শান্তিতে ২০২৫ সালের নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। যিনি ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছেন।


নরওয়ের রাজধানী অসলোতে স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় এই ঘোষণা দেয় নোবেল কমিটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমিটি জানায়, “মাচাদো ভেনেজুয়েলার মানুষের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যে সাহস দেখিয়েছেন, সেটিই এই পুরস্কারের প্রাপ্য।”


অন্যদিকে, নরওয়ে এখন প্রস্তুত এক সম্ভাব্য কূটনৈতিক ঝড়ের জন্য। নোবেল না পাওয়ার ক্ষোভে আবারো জ্বলে উঠতে পারেন ট্রাম্প, এমনটাই আশঙ্কা করছেন নরওয়ের স্থানীয় বিশ্লেষকরা। তাদের ধারণা, ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকায়, পুরস্কার না পাওয়ায় তিনি নরওয়ের ওপর অর্থনৈতিক চাপ, এমনকি শুল্ক আরোপের মতো পদক্ষেপও নিতে পারেন।



বিশেষজ্ঞদের মতে, গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকা এলেও, তা ছিল অনেক দেরিতে — যা এই বছরের পুরস্কার বিবেচনায় ধরা হয়নি।

মনোনয়ন তালিকায় ছিলেন আরও তিনজন শক্তিশালী প্রার্থী — সুদানের জরুরি প্রতিক্রিয়া কমিটি, সাংবাদিকদের সুরক্ষা সংগঠন সিপিআই, এবং নারী সংগঠন উইমেন্স লীগ ফর পিস অ্যান্ড ফ্রিডম।



শান্তির নোবেল ঘোষণা শেষ। তবে এবার প্রশ্ন একটাই ,এবার কি ট্রাম্পের টার্গেটে আসতে চলেছে নরওয়ে। ট্রাম্প ঝড় কি এবার কড়া নাড়বে নরওয়ের দ্বারে?

হোয়াইট হাউস নয় বিশ্ব তাকিয়ে আছে ট্রাম্প টাওয়ারের প্রতিক্রিয়ার দিকেই!  উত্তর মিলবে খুব শিগগিরই।