মিরপুরে ককটেল বিস্ফোরণে শিশু আহত
ছবিঃ বিপ্লবী বার্তা
রাজধানীর মিরপুর, বিহারিপাড়া–আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় পড়ে থাকা একটি ককটেল বিস্ফোরণ ঘটে ১০ বছর বয়সী এক ছেলেমেয়েকে গুরুতর আহত করে। পরিবার জানিয়েছে, ক্ষতবিক্ষত কৌটা (বস্তা) মনে করে খেলতে গিয়ে হঠাৎ বিস্ফোরণে সে আহত হয়।


আহত শিশুটির নাম তামিম হোসেন। সকালবেলা ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিম স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির ছাত্র। তার বাবা শরীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি ঘরেই বিশ্রামে ছিলেন।


তামিমের মা নার্গিস আক্তার বলেন, “আমি গৃহকর্মী, আজ সকালে কাজে যাই। সেই সুযোগে সকাল ১০টার দিকে আমার ছেলে বাইরে খেলতে যায়। ময়লার স্তূপের কাছে একটি কৌটা পড়ে ছিল। সে সেটি নিয়ে খেলতে গিয়েছিল কিন্তু হঠাৎ বিস্ফোরণে তার ডান হাত ও পেটে গুরুতর জখম হয়েছে।”


পরে দ্রুতভাবে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে জানান, এ ঘটনায় মিরপুর থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে।