জুবিনের মৃত্যুতে ভেঙে পড়েননি গরিমা, ভালোবাসার নিদর্শন সিঁদুর
ছবিঃ বিপ্লবী বার্তা

প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ২০ দিন পার হলেও এখনো সিঁদুর পরে আছেন তার স্ত্রী গরিমা শাইকীয়া। এই বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা দেখা গেলেও গরিমা স্পষ্টভাবে জানিয়েছেন, সিঁদুর পরা তার ব্যক্তিগত প্রতিজ্ঞা যতদিন না জুবিনের সঙ্গে ফের দেখা হচ্ছে, ততদিন তিনি এই সিঁদুর ত্যাগ করবেন না।


গরিমা বলেন, “আমি সিঁথি ছুঁয়ে শপথ করেছি, এই সিঁদুর সারাজীবন পরে থাকব। কারণ জুবিন আমার স্বামী, আমার প্রাণ। যতদিন না ফের তার সঙ্গে দেখা হচ্ছে, ততদিন এ সিঁদুর থাকবে।”


জুবিন গার্গের আকস্মিক মৃত্যু পুরো ভারতীয় সংগীতজগতে শোকের ছায়া ফেলেছে। যদিও মৃত্যুর কারণ এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তবুও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করেছে।


আসামের গোলাঘাটের মেয়ে গরিমা পেশায় একজন পোশাকশিল্পী। তার জুবিন গার্গের প্রতি ভালোবাসা শুরু হয় সংগীত থেকেই—বিশেষ করে জুবিনের ‘অনামিকা’ ও ‘মায়া’ অ্যালবাম শুনে তিনি মুগ্ধ হন। তখন মুম্বাইয়ে পড়াশোনা করছিলেন গরিমা। একদিন সাহস করে একটি চিঠি লেখেন জুবিনকে। সাধারণত ভক্তদের চিঠির উত্তর না দিলেও, ভাগ্যক্রমে জুবিন গরিমা’র চিঠির উত্তর দেন। সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব, প্রেম এবং শেষমেশ ২০০২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।


জুবিনের মৃত্যুতে এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি গরিমা। সংবাদমাধ্যম ও জনসম্মুখে তাকে বারবার সিঁদুর পরে দেখা যাচ্ছে। অনেকেই বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করলেও, অনেকে আবার তার ভালোবাসা ও দৃঢ়তাকে প্রণম্য বলে অভিহিত করছেন।


এদিকে, ভক্তরা এখনো জুবিন গার্গের গান, জীবন ও সংগ্রাম স্মরণ করে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তার প্রতি শ্রদ্ধা জানানো ও স্মৃতিচারণার ঢল।