ইউক্রেনে রুশ হামলায় ৭ বছর বয়সী শিশু নিহত
ছবিঃ বিপ্লবী বার্তা

রুশ বাহিনীর হামলায় আবারও প্রাণ গেল ইউক্রেনের একটি শিশুর। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে বৃহস্পতিবার রাতে ড্রোন হামলায় আহত সাত বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।


শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জাপোরিঝঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ। তিনি বলেন, “দুঃখজনক খবর, রাতে রুশ হামলায় আহত সাত বছর বয়সী এক ছেলেশিশু হাসপাতালে মারা গেছে।” তিনি আরও জানান, রাশিয়া ওই অঞ্চলে অন্তত সাতটি ড্রোন হামলা চালিয়েছে।


এদিকে একই দিন ভোরে ভয়াবহ বিমান হামলার কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভ অন্ধকারে নিমজ্জিত হয়। রুশ বাহিনী শহরটির বিদ্যুৎব্যবস্থা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে পুরো কিয়েভ শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনের বিমানবাহিনী এই হামলাকে ‘বড়সড় আক্রমণ’ বলে উল্লেখ করেছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।


কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাশিয়ার হামলায় রাজধানীর গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, রেলব্যবস্থা ও অন্যান্য জরুরি অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে। রয়টার্সের সাংবাদিকরা কিয়েভে আজ ভোরেও একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন।


রাশিয়ার হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কায় ইউক্রেনে সর্বাত্মক সতর্কতা জারি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করা কিংবা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হওয়ায় দেশব্যাপী আতঙ্ক বিরাজ করছে।