
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে গেছে। পরীক্ষার সময় কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে, তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটি (ইডিসি)-এর ৩৩তম সভার কার্যবিবরণী অনুযায়ী এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে।”
এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি আরও বলেন: “মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ এটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নীতিমালাতেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং পরীক্ষার খাতাতেও তা লেখা থাকে। সম্প্রতি কিছু অভিযোগের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আরও সচেতন করতে এই নোটিশ জারি করেছি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার সময় শৃঙ্খলা রক্ষা ও অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারি বজায় থাকবে।