
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আযম সৈকতের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি তৃণমূল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন, বিএনপিকে আগামী নির্বাচনে বিজয়ী করতে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। শোভাযাত্রা ও জনসংযোগে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন, শ্লোগান ও মোটরসাইকেল শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে রাজাপুরের বেশ কয়েকটি এলাকা।
সকাল থেকে রাজাপুর উপজেলার বড়ইয়া, উত্তমপুর, পালট, মধ্য বড়ইয়া, চল্লিশ কাহনিয়া, চুনপুরি, মঠবাড়ি ও বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও জনসংযোগে অংশ নেন গোলাম আযম সৈকত। প্রতিটি এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।
গোলাম আযম সৈকত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা এবং ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজাপুর-কাঠালিয়া অঞ্চলে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিকবার গ্রেফতার ও জেল নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর বিশ্বাস, দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠার ভিত্তিতে এই আসনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দল তাঁকে মূল্যায়ন করবে।