
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ রাতে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও হংকং। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে বইছে চরম উত্তেজনার ঝড়। একদিকে ইতিহাসে কখনোই হংকংয়ের বিপক্ষে না জেতা বাংলাদেশ, অন্যদিকে ফর্মহীন প্রতিপক্ষ, সব মিলিয়ে আজ রাতে হতে পারে এক নতুন ইতিহাসের সূচনা।
দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-তে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ দলের জন্য ম্যাচটি কার্যত বাঁচা-মরার লড়াই। অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে হংকং রয়েছে দ্বিতীয় স্থানে। আজ জিততে পারলে মূল পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখতে পারবে হাভিয়ের কাবরেরার দল।
বিশেষ দৃষ্টি থাকবে দুই মিডফিল্ডার, হামজা চৌধুরী ও শমিত সোম এর উপর। বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর থেকেই মাঝমাঠে গতি ও ভারসাম্য এনেছেন তাঁরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হামজা বলেন, “মাঠে সবকিছু উজাড় করে দিতে এসেছি। দেশের হয়ে খেলা এক গর্বের ব্যাপার। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে।”
প্রতিপক্ষ কোচ অ্যাশলি ওয়েস্টউড অবশ্য ম্যাচ শুরুর আগেই ছুড়ে দিয়েছেন মানসিক চাপের বোমা। তিনি বলেন, “হামজা যদি আমাদের দলে থাকত, তবে বেঞ্চ গরম করত।” তাঁর এমন মন্তব্যে সংবাদ সম্মেলনে হাসির রোল উঠলেও, বিষয়টিকে সবাই কৌশলগত ঔদ্ধত্যের অংশ হিসেবেই নিয়েছে।
তবে হংকংয়ের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। শেষ তিন আন্তর্জাতিক ম্যাচে তারা ৯ গোল হজম করেছে এবং করতে পেরেছে কেবল একটি গোল। রক্ষণভাগের এই দুর্বলতা আজ কাজে লাগাতে চায় বাংলাদেশ।
কোচ কাবরেরার পরিকল্পনা পরিষ্কার।প্রতিপক্ষকে সমপর্যায়ের দল ধরে আক্রমণাত্মক শুরু, কিন্তু রক্ষণে শৃঙ্খলা বজায় রেখে খেলা। তিনি বলেন, “এই ম্যাচে জিততে হলে গোটা দলকে একসঙ্গে খেলতে হবে। শুধু তারকা নয়, প্রত্যেকে ভূমিকা পালন করবে।”
ঘরের মাঠ, দর্শকের গর্জন, আর নতুন প্রজন্মের ফুটবলারেরা, সব মিলিয়ে আজ এক ঐতিহাসিক রাত হতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য।