গাজায় মানবিক সহায়তা প্রবেশে সব অবরোধ তুলে নেওয়ার আহ্বান যুক্তরাজ্যের
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজায় জীবনরক্ষাকারী মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রে সব ধরনের অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের আঞ্চলিক অংশীদারদের সহায়তায় গুরুত্বপূর্ণ প্রথম ধাপ নিশ্চিত করতে মিসর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের অক্লান্ত কূটনৈতিক প্রচেষ্টার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এখন সম্পূর্ণ চুক্তিটি কোনো বিলম্ব ছাড়া বাস্তবায়ন করতে হবে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে সব অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”


তিনি আরও বলেন, “যুদ্ধের অবসান, ন্যায্য ও স্থায়ীভাবে সংঘাত বন্ধের বুনিয়াদ তৈরি এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য একটি টেকসই উপায় বের করতে আমরা সব পক্ষকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানাচ্ছি। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পরবর্তী ধাপের আলোচনায় সমর্থন দেবে যুক্তরাজ্য।”


এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েল একমত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন স্টারমার। এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “পুরো বিশ্বের জন্য এটি একটি স্বস্তির খবর। বিশেষ করে জিম্মিদের, তাঁদের পরিবারের ও গাজার সাধারণ জনগণের জন্য; যাঁরা দুই বছর ধরে অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন।”