বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক
ছবিঃ বিপ্লবী বার্তা

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। কিন্তু বড় ব্যবধানে জয় পেলেও পুরোপুরি খুশি নন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ম্যাচ শেষে দলের অভিজ্ঞ ব্যাটার রহমত শাহর আউট নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি। শহীদির মতে, রহমতের উইকেটটি অপ্রয়োজনীয়ভাবে হারিয়ে ফেলেছিল দল এবং সেটি এড়ানো যেত।


সংবাদ সম্মেলনে শহীদি বলেন, "ব্যাটিংয়েও আমরা ভালো শুরু করেছিলাম। রহমানউল্লাহ গুরবাজ আর রহমত শাহ দুজনেই ভালো ইনিংস খেলেছে। তবে দিন শেষে আমি রহমতকে নিয়ে খুশি নই। গুরবাজের আউটটা ঠিক আছে, সেটা ভালো বল ছিল। কিন্তু রহমত নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এসেছে।" তিনি আরও বলেন, "এ পর্যায়ে যখন আমরা সেট হয়ে যাই এবং কন্ডিশন বুঝে ফেলি, তখন আমাদের উচিত ম্যাচটা শেষ করে আসা। রহমত ভালো খেলেছে, কিন্তু আমি ওর প্রতি কঠোর। কারণ, সে দলের সিনিয়র ক্রিকেটার। ওর আউট নিয়ে আমি সন্তুষ্ট নই।"


তবে দলের সার্বিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন আফগান অধিনায়ক। তিনি বলেন, "দল যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। এটা আমাদের জন্য ভালো একটা ম্যাচ ছিল। আর আমি পরের ম্যাচগুলোর জন্য অপেক্ষায় আছি।" নিজের উন্নতি নিয়েও মন্তব্য করেন শহীদি। তিনি বলেন, "আমি অনেক পরিশ্রম করছি, বিশেষ করে ফিল্ডিংয়ের ফিটনেস নিয়ে। আজ আমার জন্য দিনটা ভালো ছিল, একটা দারুণ রানআউট করেছি, আর ক্যাচও ধরেছি। নিজের মান আরও উন্নত করতে চাই যেন দলের সেরা ফিল্ডারদের একজন হতে পারি। আগেও ভালো ফিল্ডার ছিলাম (হাসি)।"


শহীদি বোলারদের ভূয়সী প্রশংসা করে বলেন, "বোলাররা দারুণ বল করেছে, বিশেষ করে মাঝখানের ওভারে। তারা ভালো লাইন ও লেংথে কিপটে বোলিং করেছে। সামগ্রিকভাবে আমি দলের পারফরম্যান্স নিয়ে খুব খুশি।"