
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে ফেলে সহজ জয় নিশ্চিত করে তারা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন বায়ার লেভারকুসেনের ফরোয়ার্ড আলেহো সারকো। এটি চলতি টুর্নামেন্টে আর্জেন্টিনার পক্ষে দ্রুততম গোল। এরপর ২২তম মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মাহের কারিজ্জো। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনার যুবারা। ম্যাচের ৫৩তম মিনিটে আবারও গোল করেন মাহের কারিজ্জো, যা তার ব্যক্তিগত দ্বিতীয় গোল। এরপর ৬৬ মিনিটে ইন্টার মায়ামির উইঙ্গার মাতেও সিলভেত্তি আরও একটি গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে নেয় আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। তারা আগামী রোববার (১৩ অক্টোবর), বাংলাদেশ সময় ভোর ৫টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকোর।