
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালু করার দাবি জানিয়েছে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট। এ দাবিতে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (৮ অক্টোবর) পরিবহন প্রশাসকের বরাবর দেওয়া এই স্মারকলিপিতে স্বাক্ষর করেন জোটের সাবেক সমন্বয়ক এস এম সুইট।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, সময়মতো ক্যাম্পাসে পৌঁছানো এবং শহরে যাতায়াতে শিক্ষার্থীরা নিয়মিতভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাদের দাবি, প্রতি ঘণ্টায় একটি করে বাস সার্ভিস চালু হলে শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারবে এবং তাদের মূল্যবান সময় বাঁচবে।
এ বিষয়ে সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “যেসব শিক্ষার্থী কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে নিয়মিত ক্লাস করতে আসে এবং ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা শহরে টিউশনি বা ব্যক্তিগত কাজে যান, তাদের জন্য বর্তমান বাস শিডিউল খুবই অস্বস্তিকর। দীর্ঘ সময় ধরে বাস না থাকায় তাদের অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে নষ্ট হয়।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের এই ভোগান্তির বিষয়টি পরিবহন প্রশাসককে সরাসরি অবহিত করা হয়েছে, পরিবহন প্রশাসক আশ্বস্ত করেছেন যে, আগামী সাত কার্যদিবসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।
জোটের পক্ষ থেকে আশাবাদ জানানো হয়েছে যে, এই উদ্যোগটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের যাতায়াতে সময় ও ভোগান্তি দু’টোই কমবে এবং শিক্ষার্থীরা তাদের সময় আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবে।