রাজারহাটে অ্যানথ্রাক্স ঠেকাতে গবাদিপশুতে টিকা ও সচেতনতামূলক কর্মসূচি
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে টিকাদান অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার, রাজারহাটের চাকিরপশার ও রাজারহাট বাজার এলাকায় এসব উদ্যোগ বাস্তবায়ন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ডা. মোঃ হাবিবুর রহমান। এর সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী এবং অন্যান্য সংশ্লিষ্টরা। এই দিনে প্রায় ২০০–২৫০টি গবাদিপশুকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়।


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান জানান, “অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত জুনোটিক রোগ, যা গবাদিপশু থেকে মানুষে ছড়াতে পারে। তাই আমরা গবাদি পশুর নিয়মিত টিকাদান, স্বাস্থ্য মনিটরিং, উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ এবং জনসচেতনতা প্রচারণা চালিয়ে যাচ্ছি। মৃত পশুকে খোলা স্থানে না ফেলতে হবে, অসুস্থ পশুকে অবিলম্বে পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে বা প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে।”


তিনি আরও বলেন, আক্রান্ত পশু জবাই করার পরিবর্তে, মৃত পশুকে গভীরভাবে মাটি চাপা দিয়ে দাফন করতে হবে, যাতে রোগ ছড়িয়ে পড়া রোধ করা যায়।


এই উদ্যোগের ফলে রাজারহাটের গবাদি পশুর স্বাস্থ্য রক্ষা, রোগ নিয়ন্ত্রণ এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা দুই ক্ষেত্রেই ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।