স্ত্রী-ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬ ব্যাংক হিসাব ফ্রিজ
ছবিঃ বিপ্লবী বার্তা

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ.ফ.ম. রুহুল হক, তাঁর স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হক-এর নামে থাকা ৫৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।


ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফায়েজ বুধবার (৮ অক্টোবর) এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে আবেদন করতে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক এস এম রশেদুল হাসান।


দুদকের আবেদনে বলা হয়েছে, ফ্রিজ করা হিসাবগুলোর মধ্যে রুহুল হকের নামে ৩৯টি, ইলা হকের নামে ২টি ও জিয়াউল হকের নামে ১৫টি রয়েছে। এসব হিসাবের মোট স্থিতি প্রায় ১৫ কোটি ৪০ লাখ টাকা।


আবেদনে আরও উল্লেখ রয়েছে যে, আ.ফ.ম. রুহুল হক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সব হিসাব নিয়ে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক রাখা বা বেহাত করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব হিসাব অবিলম্বে ফ্রিজকরণ (অবরুদ্ধ) জরুরি।


আদালতের এই আদেশের ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশ দেওয়া হবে, তারা উপরের নামধারীদের ৫৬টি হিসাব থেকে কোনো লেনদেন, উত্তোলন, স্থানান্তর বা বিক্রয় করতে পারবে না, যতক্ষণ না মামলার তদন্ত শেষ হয়।