পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে কুরআন বিতরণ
ছবিঃ বিপ্লবী বার্তা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)‑তে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল দ্বারা পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব।


বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরের পাশে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময়ে শিক্ষার্থীদের মধ্যে ৩শ’টি কুরআন বিতরণ করা হয়। পাশাপাশি কুরআন বিষয়ক কুইজ এবং বক্তৃতার আয়োজন করা হয়।


ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, “আমরা সকলেই জানি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পালের কার্যকলাপ একটি অপমান। যারা কুরআন বা নামাজ না পড়েন তাদেরও ভিডিওর ঘটনাটি হৃদয়ে ঝড় তুলেছে। এটি সহ্য করার মতো নয়। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই প্রতিক্রিয়ায় এই কুরআন বিতরণ কর্মসূচি আয়োজিত হয়েছে।”


তিনি আরও বলেন, “আমাদের প্রত্যেকের অন্তরে আল কুরআনের আলো পৌঁছাক—আমাদের দিনের শুরু হোক নামাজ দিয়ে এবং কুরআন পাঠ দিয়ে। এ লক্ষ্যে আমরা এই বিতরণ কার্যক্রম চালাচ্ছি।”