
"আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, চেতনায় দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাসউদা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন ও সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
মুক্ত আলোচনায় অংশ নেন ব্লাস্টের জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, নারী নেত্রী হিরুন্নাহার, আশরাফুন্নাহার শিবলী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইমা আক্তার এবং ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থী ইব্রাহিম আদম।
বক্তারা বলেন, মেয়েরা আজ সমাজের সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক খাতে তাদের অংশগ্রহণ দৃশ্যমান। তবে এখনো পরিবারে কন্যাশিশুদের অবহেলা করা হয়। ছেলেকে ঘিরে যেখানে পরিবার নানা স্বপ্ন দেখে, সেখানে মেয়ের প্রতি সে মনোযোগ দেখা যায় না। অথচ নারীরা দেশের অর্ধেক জনগোষ্ঠী। তাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। বক্তারা কন্যাশিশুদের জন্য সম্মান, সুরক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান।