
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে গত ১৭ বছরে শহীদ ও আহতদের পরিবারদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়া হবে। বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “বিএনপি এখনো ক্ষমতায় যাইনি, সরকারে নেই, এমপি নেই সেক্ষেত্রে ব্যর্থতার দায় বিএনপির হাতে চাপানো অনুচিত। দেশে বর্তমানে একটি সরকার আছে, সেই দিকেই নজর দেওয়া উচিত।” তিনি পাশাপাশি অভিযোগ করেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে প্রতিবেশি একটি দেশ সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। “তিনটি নির্বাচনের পরও তারা সেসবকে সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সরকার প্রধানকে গলা দিয়ে মালা পরিয়ে সমর্থন জানিয়েছে” দুদু এভাবে দাবি করেন।
দুদু আরও বলেন, “আমরা খুনি সরকারকে বিদায় দিয়েছি, কিন্তু এখানেই কাজ শেষ নয়। এখন প্রয়োজন একটি সত্যিকারের জাতীয় নির্বাচন ও গণভিত্তিক সরকার গঠন। যতক্ষণ তা না হবে, ততক্ষণ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র নিয়ে আপস করা হবে না।”
শেখ রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় অধিবেশনে অংশগ্রহণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, এবং কে. এম. রকিবুল ইসলাম রিপন প্রমুখ।